বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(104:1) ধিক্ প্রত্যেক পরনিন্দা-কারীর, কুৎসা-রটনা-কারীর! (104:2) যে ধনসম্পত্তি জমা করে এবং তা গুনতে থাকে। (104:3) সে মনে করে, যে তার সম্পদ তাকে অমর করে দেবে। (104:4) মোটেই না! নিশ্চয় সে নিক্ষিপ্ত হবে পেষণকারীর মধ্যে। (104:5) এবং কী তোমাকে জানাবে, কি সেই পেষণকারী? (104:6) আল্লাহর একটি প্রজ্জ্বলিত আগুন। (104:7) যেটি উদিত হয় হৃদয়ের উপরে। (104:8) প্রকৃতপক্ষে, এটা হবে তাদের জন্য (আগুনের) বন্ধ কামরা [ঘর]। (104:9) (তার) মধ্যে হবে প্রলম্বিত (লম্বা লম্বা) খুটি।