বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(105:1) তুমি কি দেখোনি, কিভাবে তোমার পালনকর্তা হাতির সাথীদের সাথে (ব্যবহার) করেছিলেন? (105:2) তিনি কি তাদের পরিকল্পনা বিপথে [নিরর্থক] করেন নি? (105:3) এবং তিনি পাঠালেন তাদের বিরুদ্ধে, ঝাঁকে ঝাঁকে পাখীর দল, (105:4) তাদের উপর কঠিন-মাটির পাথর নিক্ষেপ করে; (105:5) তারপর তিনি তাদের করলেন, চিবানো খড়ের মতো।