বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(106:1) কুরাইশদের অভ্যস্ত নিরাপত্তার জন্য; (106:2) তাদের অভ্যস্ত নিরাপত্তা, শীতকালীন এবং গ্রীষ্মকালীন ভ্রমণ দিয়ে। (106:3) তাই তাদেরকে এবাদত করতে দাও, এই গৃহের পালনকর্তার। (106:4) যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয় থেকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন।