বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(107:1) তুমি কি দেখেছ তাকে যে অস্বীকার করে বিচারদিবসকে? (107:2) তারপর সে ঐ জন, যে এতীমকে তাড়িয়ে দেয়। (107:3) এবং সে উৎসাহ দেখায় না, দরিদ্রকে খাওয়ানোর জন্য। (107:4) তাই ধিক্ (সেসব) নামাযীর প্রতি! (107:5) যারা তাদের নামায সম্পর্কে, অবহেলনাকারী। (107:6) যারা লোক-দেখানোর জন্য (ভালো কাজ) করে; (107:7) এবং তারা বাধা দেয়, ছোট ছোট সাহায্যকেও।