বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(109:1) বলো: "হে কাফেরগন! (109:2) আমি এবাদত করি না, যাকে তোমরা এবাদত কর। (109:3) এবং তোমরা তার এবাদতকারী নও, যা আমি এবাদত করি। (109:4) এবং আমি তাতে এবাদতকারী নই, যাতে তোমরা এবাদত কর। (109:5) এবং তোমরা তার এবাদতকারী নও, যা আমি এবাদত করি। (109:6) তোমাদের জন্য তোমাদের ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম।"