বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(110:1) যখন এল আল্লাহর সাহায্য এবং বিজয়, (110:2) এবং তুমি দেখলে মানুষদের আল্লাহর ধর্মের দলে দলে প্রবেশ করতে। (110:3) তখন তোমার পালনকর্তার মহিমান্বিত কর প্রশংসার সঙ্গে এবং ক্ষমা প্রার্থনা কর; নিশ্চয় তিনি হলেন ক্ষমাকারী।