বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(111:1) ধ্বংস হোক আবু লাহাবের হাতদুটো এবং ধ্বংস হোক সে নিজে! (111:2) তার সম্পদ এবং যা সে অর্জন করেছে, তা তার জন্য উপকারে আসবে না। (111:3) সে পুড়বে জ্বলন্ত শিখার আগুনে। (111:4) এবং তার স্ত্রী, জ্বালানির বাহিকা-- (111:5) তার গলায় হবে, একটি খেজুরের তন্তুর দড়ি।