বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(113:1) বলো: "আমি আশ্রয় চাইছি, ভোরের পালনকর্তার কাছে; (113:2) অনিষ্ট [খারাপ] থেকে, যা তিনি সৃষ্টি করেছেন। (113:3) এবং অন্ধকারের অনিষ্ট থেকে, যখন এটি ঢেকে ফেলে। (113:4) এবং (জাদুকারিদের) গিঁটেতে [জটে] ফুঁৎকারের অনিষ্ট থেকে। (113:5) এবং হিংসাকারীর অনিষ্ট থেকে, যখন সে হিংসা করে।"