বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(94:1) আমরা তোমার জন্য তোমার হৃদয়কে প্রসারিত করিনি কি? (94:2) এবং আমরা তোমার কাছ থেকে তোমার বোঝা সরিয়ে দিয়েছি; (94:3) যেটি চেপে বসেছিল, তোমার পিঠে। (94:4) আর আমরা তোমার জন্য উচ্চ করেছি, তোমার নামোল্লেখ। (94:5) তাই নিশ্চয়, কষ্টের সাথেই (রয়েছে) আরাম। (94:6) নিশ্চয়, কষ্টের সাথেই (রয়েছে) আরাম। (94:7) সুতরাং যখন তুমি (কাজের শেষে) অবসর পাও, তখন দাঁড়াও (নামাজের জন্য)। (94:8) আর তোমার পালনকর্তার প্রতি, আন্তরিক বাসনা পেশ করো।