বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(95:1) শপথ ডুমুরের, আর জলপাইয়ের, (95:2) এবং (শপথ) সিনাই পর্বতের, (95:3) এবং (শপথ) এই নিরাপদ শহরের। (95:4) প্রকৃতপক্ষে, আমরা মানুষকে তৈরি করেছি সবচেয়ে সেরা আকৃতিতে। (95:5) তারপর, আমরা তাকে পরিণত করেছি নিম্নের সর্বনিম্নতে; (95:6) শুধু (তাদের) ছাড়া যারা বিশ্বাস করে, এবং সৎকর্ম করে; অতএব তাদের জন্য রয়েছে একটি পুরস্কার (যার) নাই কোন শেষ [সীমা]। (95:7) তাহলে এর পর, কেয়ামতের বিচারসন্বন্ধে কী তোমাকে অস্বীকার করায়। (95:8) আল্লাহ সকল বিচারকদের মধ্যে শ্রেষ্ট বিচারক নন কি?