বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(96:1) পড়ো তোমার পালনকর্তার নামে -- যিনি সৃষ্টি করেছেন; (96:2) সৃষ্টি করেছেন মানুষকে, একটি আঁকড়ে থাকা পদার্থ থেকে। (96:3) পড়ো, এবং তোমার পালনকর্তা মহা দয়ালু। (96:4) যিনি শিক্ষা দিয়েছেন কলমের দ্বারা; (96:5) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। (96:6) মোটেই না! নিশ্চয় (আর) অবশ্যই মানুষ সীমালংঘন করে। (96:7) কারণ, সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ [অভাবমুক্ত] মনে করে। (96:8) নিশ্চয় তোমার পালনকর্তার কাছেই (হবে তার) প্রত্যাবর্তন। (96:9) তুমি কি দেখেছ তাকে, যে নিষেধ করে? (96:10) এক বান্দাকে, যখন সে নামায পড়ে? (96:11) তুমি কি দেখেছ, সে হেদায়েতের উপর আছে কি না; (96:12) অথবা সে ন্যায়পরায়ণতার নির্দেশ দেয় কি না? (96:13) তুমি কি দেখেছ, সে অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয় কি না? (96:14) সে কি জানে না, যে আল্লাহ (সব) দেখেন? (96:15) মোটেই না! নিশ্চয় (আর) অবশ্যই যদি সে না থামে আমরা (তার) কপাল পুড়িয়ে কালো করব। (96:16) একটি কপাল -- মিথ্যাচারী, পাপিষ্ঠ। (96:17) অতএব, সে ডাকুক তার সহযোগীদের। (96:18) আমরাও ডাকবো, জাহান্নামের প্রহরীদেরকে। (96:19) মোটেই না! তার আজ্ঞা পালন করো না, বরং সিজদা করো আর নৈকট্য অর্জন কর (আল্লাহর)।