বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(97:1) অবশ্যই, আমরা এটি (কুরআন) নাযিল করেছি কদরের রাতে(শবে-কদর)। (97:2) এবং কী তোমাকে জানতে দেবে "কদরের রাত" কি? (97:3) কদরের রাত হাজার মাসের চাইতেও ভাল। (97:4) তাতে অবতীর্ণ হয় ফেরেশতাগণ এবং রূহ, তাদের পালনকর্তার অনুমতিতে, সব-কিছু ব্যাপারের জন্য। (97:5) শান্তি এটা -- ফজরের উদয় পর্যন্ত।