বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(98:1) আহলে কিতাবের এবং মুশরিকদের মধ্য থেকে যারা অবিশ্বাস করে তারা পরিত্যক্ত হয় নি, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে এসেছে সুস্পষ্ট প্রমাণ। (98:2) আল্লাহ্র কাছ থেকে একটি রসূল -- যে পাঠ করে পবিত্র পৃষ্ঠাসমূহ। (98:3) যাতে লেখা আছে ন্যায্য (বিষয়বস্তু)। (98:4) এবং যাদের দেওয়া হয়েছে কিতাব তারা বিভক্ত হয় নি, যতক্ষণ না পর্যন্ত তাদের কাছে এল সুস্পষ্ট প্রমাণ। (98:5) এবং তাদের আদেশ করা হয় নি এ ছাড়া যে -- তারা একনিষ্ঠভাবে ন্যায়পরায়ণে আল্লাহর উপাসনা করবে এবং নামায কায়েম করবে এবং যাকাত দেবে; আর এটাই হল সঠিক ধর্ম। (98:6) নিশ্চয়, আহলুল কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা অবিশ্বাস করে, তারা হবে জাহান্নামের আগুনে, চিরকাল থাকবে তাতে, তারা হল সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ (সৃষ্টি)। (98:7) নিশ্চয়, যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তারা হল সৃষ্টির মধ্যে সবচেয়ে ভাল (সৃষ্টি)। (98:8) তাদের পালনকর্তার কাছে তাদের পুরস্কার হবে: অনন্তকালের জান্নাত যাদের নীচে থেকে বয়ে চলেছে নদীসমুহ, চিরকাল থাকবে তাতে; আল্লাহ তাদের প্রতি সন্তষ্ট এবং তারা তাঁর প্রতি সন্তষ্ট। সেটা তার জন্য যে ভয় করে তার পালনকর্তাকে।