বাংলা অনুবাদ - কাজী নসরৎ আলি - Kazi Nasrat Ali Translation
(99:1) যখন কম্পিত হবে পৃথিবীটা তার কম্পনে, (99:2) আর বের করে দেবে পৃথিবী তার বোঝা, (99:3) এবং বলবে মানুষ, "এর কী হল?" (99:4) সেদিন, সে বর্ণনা করবে, তার খবর। (99:5) কারণ, তাকে প্রেরণা দেবেন তোমার পালনকর্তা। (99:6) সেদিন এগিয়ে যাবে মানুষেরা বিভিন্ন দলে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়। (99:7) সুতরাং যে জন করে এক পরমাণুর ওজনের সমান সৎকাজ, সে তা দেখতে পাবে; (99:8) এবং যে জন করে এক পরমাণুর ওজনের সমান মন্দকাজ, সে তা দেখতে পাবে।